হাদি হত্যা

ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার খবর ‘প্রচার কৌশল’ হতে পারে

News Desk Published: 21 ডিসেম্বর 2025 19:12 পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার দাবিটি একটি বিশেষ ‘প্রচার কৌশল’ হতে পারে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত আইজিপি বলেন, অভিযুক্ত ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্নভাবে তার অবস্থান শনাক্ত করতে কাজ করে যাচ্ছে। সীমান্ত পার হওয়ার খবরটি তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ঘটনার দিন রাত ৯টাতেই তারা আসামির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন এবং এরপরই সাঁড়াশি অভিযান শুরু হয়। তিনি আরও জানান, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, এই মামলার আইনি প্রক্রিয়ায় আজ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে ইতিপূর্বে গ্রেফতার হওয়া আব্দুল হান্নানকে আদালত জামিন দিয়েছেন। এছাড়া, প্রধান আসামি ফয়সালকে দেশত্যাগে সহায়তার অভিযোগে গ্রেফতারকৃত সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Please share your comment:

Related