বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। গত সেপ্টেম্বর মাসে এই পদে তাকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের লিংকডইন একাউন্টে এতথ্য নিশ্চিত করেছেন ব্রেন্ট।
লিংকডইন পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত এবং এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটির শুনানিতে ৫৩-৪৩ ভোটাভুটিতে তিনি মনোনীত হয়েছেন। উল্লেখ্য প্রায় এক মাস আগে সিনেট কমিটিতে শুনানি হয়েছিল ব্রেন্টের মনোনয়ন নিয়ে।

Please share your comment: