কাজী নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি

National Desk Published: 19 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে শনিবার ২০ ডিসেম্বর। পরে তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।

শুক্রবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, পরিবারের দাবির ভিত্তিতেই ওসমান হাদিকে কবি নজরুলের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।

পোস্টে আরও জানানো হয়, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার মিছিলসহ মরদেহ কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। আন্দোলনরত ছাত্র-জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, কোনো অপশক্তি যেন অনুপ্রবেশ বা সহিংসতার সুযোগ না পায়।

শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হাদির মরদেহ দেশে পৌঁছায়। পরে তা অ্যাম্বুলেন্সে করে হিমাগারে নেওয়া হয়।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে মারা যান ওসমান হাদি।

Please share your comment:

Related