রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ১ হাজার ৫০ টাকা

News Desk Published: 21 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে ২ লাখ ১৮ হাজার টাকা ছাড়িয়েছে। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বরও ভরিতে ১ হাজার ৪৭০ টাকা দাম বাড়ানো হয়েছিল।

Please share your comment:

Related