দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩১.১৪ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,১৪০.৮২ মিলিয়ন বা ৩১.১৪ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২৬ নভেম্বর পর্যন্ত আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ২৬,৪২৩.১১ মিলিয়ন ডলার। এর আগে ২৫ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১,১০০.১৬ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬,৩৯৩.০৩ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ গণনা করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। এ হিসাবেই দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।

Please share your comment: