বিএনপির সাবেক এমপি সারোয়ার কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
শাহ শহীদ সারোয়ার ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
আদালত সূত্র জানায়, আজ সাবেক এই সংসদ সদস্য আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক শেখ মো. মোস্তাসিনুর রহমান জানান, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আইনি প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল শেরপুরের বাসিন্দা মো. আমীর হোসেন বাদী হয়ে ময়মনসিংহের আদালতে একটি নালিশি মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানায় মামলাটি নিয়মিত এজাহার হিসেবে নথিভুক্ত হয়।
এজাহারে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। আসামিরা ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। ওই সময় বাদী আমীর হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকেই শাহ শহীদ সারোয়ার আত্মগোপনে ছিলেন।

Please share your comment: