টেকনাফে অপহরণকারীদের আস্তানা থেকে কৌশলে ফিরলেন যুবক
কক্সবাজারের টেকনাফে পাহাড়ী সন্ত্রাসীদের কবল থেকে জীবন নিয়ে ফিরলেন অপহৃত সংকুচিং চাকমা (৩৫) নামে এক যুবক। অপহরণের একদিন পর রোববার (২১ ডিসেম্বর) ভোরে অপহরণকারীদের গোপন আস্তানা থেকে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন তিনি। পরে সকাল ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে পৌঁছান তিনি।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংকুচিং চাকমা পালিয়ে আসার পর পুলিশকে বিস্তারিত অবহিত করেছেন।
ভুক্তভোগী সংকুচিং চাকমা জানান, গত ২০ ডিসেম্বর দুপুরে পাহাড়ে কৃষিকাজ করার সময় একদল অস্ত্রধারী তাকে জিম্মি করে নিয়ে যায়। অপহরণকারীরা তার কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে আসছিল। তিনি বলেন, "আমি তাদের বলেছিলাম আমি গরিব মানুষ, কৃষিকাজ করে চলি। আজ ভোরে অপহরণকারীরা যখন গভীর ঘুমে ছিল, তখন আমি জীবনের ঝুঁকি নিয়ে কৌশলে পালিয়ে আসি।"
ঘটনার প্রত্যক্ষদর্শী বৃদ্ধ এবাদুল্লাহ (৬০) জানান, সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালিয়ে সংকুচিংকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। পালানোর সময় সন্ত্রাসীরা তার দিকে গুলি ছুড়েছিল বলেও তিনি দাবি করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিপণের উদ্দেশ্যেই এই অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত যুবক ফিরে আসায় পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফে অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই সময়ে অন্তত ২৭৫ জন অপহৃত হয়েছেন, যাদের অধিকাংশকেই মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ফিরতে হয়েছে।

Please share your comment: