দেশের রিজার্ভ কমে প্রায় ৩১ বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কিছুটা হ্রাস করে এখন ৩১,০৮৬.৩৫ মিলিয়ন ডলার (প্রায় ৩১.০৮ বিলিয়ন) দাঁড়িয়েছে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভ বর্তমানে ২৬,৩৭৮.৪৭ মিলিয়ন ডলার।
তল্লাশির বিপরীতে, গত ১৬ নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১,১০৯.৭৯ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬,৪০৫.৫৫ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ হিসাব করা হয় বিপিএম-৬ পদ্ধতির মাধ্যমে — এখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করা হয়, যা প্রকৃত রিজার্ভের পরিমাণ দেখায়।

Please share your comment: