চার মাসে রাজস্ব আদায়ে ১৭ হাজার কোটি টাকার ঘাটতি
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় সাড়ে ১৭ হাজার কোটি টাকার বেশি ঘাটতি হয়েছে। তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (২০ নভেম্বর)।
এনবিআরের হালনাগাদ চিত্র অনুযায়ী, জুলাই-অক্টোবর মাসে রাজস্ব আহরণের লক্ষ্য ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা।
সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। চার মাসে আয়কর আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা, লক্ষ্য ছিল ৪৭ হাজার ৪৩ কোটি টাকা; ঘাটতি ৯ হাজার ১৯৪ কোটি টাকা। আমদানি খাতে ঘাটতি হয়েছে ৬ হাজার ৭৫৬ কোটি টাকা, আর ভ্যাট খাতে ১ হাজার ২৬৯ কোটি টাকা।
তবে তুলনামূলকভাবে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছরের একই সময়ে (জুলাই-অক্টোবর) আদায় হয়েছিল ১ লাখ ৩ হাজার ৪০৭ কোটি টাকা, যা এবার সাড়ে ১৫ শতাংশ বেড়েছে।

Please share your comment: