বিদ্রোহী কবির পাশে শায়িত বিপ্লবী হাদি

National Desk Published: 20 ডিসেম্বর 2025 23:12 পিএম

ছবি: সংগৃহীত

লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

দাফনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নজরুল সমাধি কমপ্লেক্স ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায়। টিএসসি, কেন্দ্রীয় মসজিদ ও সমাধির মূল ফটকে বসানো হয় ব্যারিকেড, বন্ধ রাখা হয় একাধিক প্রবেশপথ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানসহ সর্বস্তরের মানুষ।

রাষ্ট্রীয়ভাবে শোক পালনের মধ্য দিয়ে বিপ্লবী এই নেতাকে শেষ বিদায় জানায় জাতি।

Please share your comment:

Related