ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনামে লিখেছে— “বাংলাদেশে গণতন্ত্রপন্থি নেতার হাসপাতালে মৃত্যুর পর সহিংস বিক্ষোভ”। প্রতিবেদনে বলা হয়, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে আসে এবং হত্যাকারীদের বিচারের দাবি জানায়।
আল জাজিরা জানিয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের এক নেতার মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও হাদিকে বাঁচানো যায়নি।
ভারতের দ্য হিন্দু লিখেছে, হাদির মৃত্যুর পর বাংলাদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের ডন, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, জার্মানির ডয়চে ভেলে, এনডিটিভি ও বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, হাদির মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়; বরং এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে আন্তর্জাতিক পরিসরে আলোচিত হচ্ছে।

Please share your comment: