প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে সরকার: দুই সম্পাদকের সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা

National Desk Published: 19 ডিসেম্বর 2025 16:12 পিএম

ফাইল ছবি

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, এই দুঃসময়ে সরকার প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে আছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফোনালাপে অধ্যাপক ইউনূস বলেন, সংবাদমাধ্যমের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, এটি শুধু দুটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ওপর এমন বর্বরতা গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অশনিসংকেত। স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি সম্পাদকদের আশ্বস্ত করেন।

বার্তায় জানানো হয়, সম্পাদকদের সঙ্গে আলাপকালে তাদের ব্যক্তিগত নিরাপত্তা, প্রতিষ্ঠান ও কর্মরত সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি খুব শিগগিরই সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাতের কথাও জানান।

এই ফোনালাপের মধ্য দিয়ে সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পাশে থাকার বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please share your comment:

Related