হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি ও আধা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে যাদের নাম উঠে আসবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে রাষ্ট্রের ওপর আস্থা রাখাই এখন সবচেয়ে জরুরি।
ড. ইউনূস আরও জানান, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। পরিবারটির নিরাপত্তা, ভরণপোষণ ও ভবিষ্যৎ নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং ইনকিলাব মঞ্চ—উভয় পক্ষই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
হাদির মৃত্যু দেশজুড়ে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

Please share your comment: