ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন, জানালেন ডা. আহাদ

News Desk Published: 17 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। তার অবস্থা আপাতত অপরিবর্তিত (স্ট্যাটিক) রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

বুধবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চলমান রয়েছে এবং বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অনুসরণ করা হচ্ছে। প্রতিদিন প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলেও সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে।

ডা. আহাদ জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টে সচল রয়েছে। ইউরিন আউটপুটও সাপোর্টের মাধ্যমেই বজায় রাখা হচ্ছে। বুধবার করা সিটি স্ক্যানে তার ব্রেনের ইস্কেমিয়ার মাত্রা কিছুটা বেড়েছে বলেও জানান তিনি।

ব্রেনে থাকা গুলির একটি অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না এবং সে ক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা— এসব বিষয় চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে। তবে অপারেশনের ঝুঁকি, দীর্ঘ ভ্রমণের সক্ষমতা এবং পরিবারের মতামত বিবেচনায় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Please share your comment:

Related