ইতালিতে ছিনতাইকারীদের গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক Published: 17 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

স্বপ্ন ছিল পরিবারের দুঃখ ঘোচানোর। সেই আশায় তিন বছর আগে দেশ ছেড়ে ইতালি পাড়ি দিয়েছিলেন শরীয়তপুরের যুবক নাঈম ইসলাম শান্ত (২৫)। কিন্তু জীবনের সেই সংগ্রামের পথ শেষ হলো প্রবাসেই—লাশ হয়ে ফিরছেন তিনি।

পরিবারের অভিযোগ, ইতালির নেপোলি শহরে ছিনতাইকারীরা টাকা ও মালামাল লুটের উদ্দেশ্যে গাড়িচাপা দিয়ে নাঈমকে হত্যা করেছে। নিহত নাঈম শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকার এনামুল হক মাদবর ও তাজিয়া বেগম দম্পতির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ২০ লাখ টাকা ঋণ করে বিদেশে যান নাঈম। এক বছর আগে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। নেপোলি শহরের একটি ক্যাম্পে থেকে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ধীরে ধীরে সংসারের হাল ধরছিলেন তিনি।

গত মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে নেপোলি শহরে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, স্থানীয় দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছিল। ঘটনার রাতে ছিনতাইয়ের সময় গাড়িচাপা দিয়ে তাকে হত্যা করা হয়। বুধবার সকালে মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

নিহতের ভাই বাপ্পি মাদবর বলেন, কাজ শেষে ফেরার পথে আমার ভাই প্রায়ই ওই এলাকার বখাটেদের জ্বালাতনের শিকার হতো। আমরা দোষীদের বিচার চাই এবং মরদেহ দেশে ফেরাতে সরকারের সহায়তা চাই।

নিহতের বাবা এনামুল হক মাদবর বলেন, আমি শুধু একবার আমার ছেলের মুখটা দেখতে চাই। সরকার যেন যেকোনোভাবে লাশ দেশে আনার ব্যবস্থা করে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা এবং নাঈমের মরদেহ দেশে ফেরানোর দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

Please share your comment:

Related