অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

National Desk Published: 17 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী বছর ২০ ফেব্রুয়ারি। বাংলা একাডেমির আয়োজনে এ মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

১৭ ডিসেম্বর বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলা একাডেমির ভেরিফায়েড পেজেও বিষয়টি জানানো হয়।

সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা ভাষা আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত অমর একুশে বইমেলা দেশের সবচেয়ে বড় সাহিত্য ও সংস্কৃতির আয়োজন হিসেবে পরিচিত। প্রতি বছর বিপুলসংখ্যক পাঠক, লেখক ও প্রকাশকের অংশগ্রহণে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে।

Please share your comment:

Related