বিজয় দিবস হোক জাতীয় ঐক্যের নতুন প্রত্যয়: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

National Desk Published: 15 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার উপলক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্য এবং গণতান্ত্রিক উত্তরণের যে নবযাত্রা সূচিত হয়েছে, তা রক্ষার শপথ নেওয়ার দিন হোক এবারের বিজয় দিবস।

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের রক্ত এবং অসংখ্য ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন রাষ্ট্র ও লাল-সবুজের পতাকা।

তিনি এই ঐতিহাসিক দিনে দেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার দীর্ঘ সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, সেই বীর শহীদদের তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের আত্মদান অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দেয় এবং সংকটময় সময়ে মুক্তির পথ দেখায়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, তা বিভিন্ন সময়ে স্বৈরাচার ও অপশাসনের কারণে ম্লান হয়েছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আবারও বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচির মাধ্যমে একটি সুশাসিত ও উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তোলার কাজ এগিয়ে যাচ্ছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে ভবিষ্যৎ বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নির্মূল হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও জনমুখী টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি বলেন, বহু ত্যাগে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Please share your comment:

Related