সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

National Desk Published: 15 ডিসেম্বর 2025 18:12 পিএম

ছবি : সংগৃহীত

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ১৫ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বিকেল পাঁচটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আনিস আলমগীরকে আদালতে হাজির করা হয়। আদালতে তোলার পর তাকে হাজতখানায় রাখা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তারিখ ১৪ ডিসেম্বর সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তারিখ ১৫ ডিসেম্বর সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর ডিবি হেফাজতে থাকা আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please share your comment:

Related