সিঙ্গাপুরে পৌঁছেছে গুলিবিদ্ধ হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। সোমবার ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে বিশেষ এই বিমান।
বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার উন্নত চিকিৎসা শুরু হবে।
এর আগে দুপুর দুইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিদায়ের সময় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে হাদির চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন।
হাদির সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন নার্স। এছাড়া তার বড় ভাইও সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে বিদেশে নেওয়া সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

Please share your comment: