ধানমন্ডি থেকে ডিবি কার্যালয়ে আনিস আলমগীর

News Desk Published: 14 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিজেই মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান আনিস আলমগীর। তিনি বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবিতে আনা হয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান এবং এরপর থেকে সেখানে অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে আটক নাকি কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে— এ প্রশ্নে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ধানমন্ডি ২ নম্বর এলাকার ওই জিমের ম্যানেজার আরেফিন জানান, রবিবার সন্ধ্যায় আনিস আলমগীর জিমে এসে ব্যায়াম শেষে রাত ৮টার দিকে বের হন। তিনি বলেন, এ সময় জিমে পুলিশের কাউকে তিনি দেখেননি।

আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

Please share your comment:

Related