বাড্ডায় মিরপুরগামী বাসে আগুন, ঘটনাস্থলে পুলিশ–ফায়ার সার্ভিস

National Desk Published: 14 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

রাজধানীতে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উত্তর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। তারিখ ১৪ ডিসেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান জানান, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনের সড়কে মিরপুরগামী অছিম পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বাসে আগুন দেওয়ার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছে।

রাজধানীতে সাম্প্রতিক সময়ে যাত্রীবাহী পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please share your comment:

Related