হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

National Desk Published: 12 ডিসেম্বর 2025 16:12 পিএম

ফাইল ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার ১২ ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা জানানো হয়।

তিনি বলেন, নির্বাচনঘনিষ্ঠ সময়ে এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য এটি দুঃখজনক। আহত হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করতে নির্দেশ দেন। ঘটনাস্থলের আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের ওপরও জোর দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতার আশ্রয় নেওয়া হলে তা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তিনি রাজনৈতিক পক্ষগুলোকে সংযম বজায় রাখার আহ্বান জানান।

Please share your comment:

Related