১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট

National Desk Published: 11 ডিসেম্বর 2025 18:12 পিএম

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট—দুটি গুরুত্বপূর্ণ ভোটই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বে রেকর্ড করা ভাষণে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

জাতীয় নির্বাচন সামনে রেখে বরাবরের মতোই বিটিভি ও বেতারে প্রচারিত ভাষণের মাধ্যমে ভোটের রোডম্যাপ প্রকাশ করেন সিইসি। এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হলো।

এর আগে বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। দুপুরে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচন–সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গেও সিইসির বৈঠক হয়। মাঠপর্যায়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগে সহায়তার জন্য নির্বাচন কমিশন ৩০০ বিচারক চেয়েছে বলে জানান সিইসি। প্রধান বিচারপতি নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ইসি জানায়, প্রায় ১৩ কোটি ভোটার এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোটের সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা। একই কক্ষে দুটি গোপন বুথ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সময় সাশ্রয় হয়।

Please share your comment:

Related