কাল থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রশাসনকে ইসির চিঠি

National Desk Published: 11 ডিসেম্বর 2025 17:12 পিএম

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুইদিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত থাকবেন।
মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী তারা নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তফসিল ঘোষণা করবেন। আগের দিনই তার ভাষণ রেকর্ড করা হয়েছে।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই শুক্রবার থেকে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমে দায়িত্ব পালন শুরু করবেন।

Please share your comment:

Related