পদত্যাগের পর আসিফ ও মাহফুজকে গণতান্ত্রিক পথে সক্রিয় থাকার পরামর্শ প্রধান উপদেষ্টার

National Desk Published: 10 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা দুই উপদেষ্টার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং তাদের উদ্দেশে লিখিত বক্তব্য দেন। এতে ড. ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করার ক্ষেত্রে তাদের অবদান জাতি স্মরণ রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং অন্তর্বর্তী সরকার সবসময় তাদের অবদান স্মরণ করবে। তিনি এটিকে একটি রূপান্তরমাত্র হিসেবে উল্লেখ করে বলেন, সরকারে থাকার সময় অর্জিত অভিজ্ঞতা তারা যেন ভবিষ্যত জীবনে দেশের কল্যাণে কাজে লাগান।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত ছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন প্রধান উপদেষ্টাসহ ২৩ জন। তাদের মধ্যে দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন।

Please share your comment:

Related