গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’
রাজধানী ঢাকার গুলশান এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত বিস্তৃত সড়কটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানান। তিনি লেখেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের এই গুরুত্বপূর্ণ সড়কটির নাম ‘ফেলানী এভিনিউ’ রাখা হয়েছে।
ফেলানী হত্যাকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ২০১১ সালের ৭ জানুয়ারি বাবার সঙ্গে ভারত থেকে দেশে ফেরার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় ১৫ বছরের কিশোরী ফেলানী। নিহত হওয়ার পর তার মরদেহ দীর্ঘ সময় সীমান্তের কাঁটাতারে ঝুলে ছিল, যা মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে নিন্দার সৃষ্টি করে।
এর আগে, সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন গুলশানে ভারতীয় দূতাবাসের আশপাশের সড়কের নামকরণ বিষয়ে দাবিও তোলে। নতুন এই নামকরণের মাধ্যমে ফেলানীর স্মৃতিকে রাষ্ট্রীয় পরিসরে সংরক্ষণের একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Please share your comment: