নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, ‘ট্রেনে উঠে গেছে’ নির্বাচন কমিশন: সিইসি

National Desk Published: 09 ডিসেম্বর 2025 22:12 পিএম

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আর ফেরার সুযোগ রাখছে না—এমন ইঙ্গিত দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই নির্বাচনের “ট্রেনে উঠে গেছে”।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সিইসি জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন তিনি, যার বিষয়ে প্রধান বিচারপতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন সংক্রান্ত মামলা, বিশেষ করে সীমানা নির্ধারণ ও রিট আবেদনের কারণে যাতে নির্বাচন কার্যক্রম ব্যাহত না হয়—সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনে বিচারকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

নির্বাচনী রেওয়াজ অনুযায়ী সাধারণত সব কমিশনারের সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ হলেও এবার সিইসি একাই সচিবকে সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসি’র ভাষণ চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তফসিল ঘোষণার সম্প্রচারের প্রস্তুতি নিতে ইতোমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা পাঠানো হয়েছে।

Please share your comment:

Related