মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। এসময় আদালত বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট করার এটি উপযুক্ত সময় নয়, এমন রিট এ মুহূর্তে গ্রহণযোগ্যও নয়।
সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতের আদেশের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, আদালতের মনোভাব বুঝেই তিনি জাতির বৃহত্তর স্বার্থে রিট আবেদনটি নট প্রেস হিসেবে প্রত্যাহার করেছেন এবং মামলাটি আর চালাবেন না।
এর আগে গত ৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়। নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি করেন। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণার পাশাপাশি ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।
রিটে বলা হয়েছিল, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হলেও বাস্তবে নির্বাহী বিভাগের মাধ্যমে নির্বাচন পরিচালিত হচ্ছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল না থাকায় নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে নির্বাচন ঘিরে চলমান সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please share your comment: