চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই আচরণবিধি কার্যকর হবে। প্রতিটি উপজেলায় তখন দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে আরও ম্যাজিস্ট্রেট যুক্ত করা হবে। তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। উপদেষ্টা পরিষদের কোনো সদস্য পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই শুধু প্রার্থী হতে পারবেন।
ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন জানিয়ে তিনি বলেন, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো শুরু হবে সোমবার (৮ ডিসেম্বর) থেকে।
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন পরিচালনা করা হবে। আপাতত বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের ভোটের কাজে যুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে। প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে।

Please share your comment: