রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমাসহ চার নারী

National Desk Published: 07 ডিসেম্বর 2025 21:12 পিএম

ছবি : সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন চার বিশিষ্ট নারী।

তারা হলেন—
নারী শিক্ষা (গবেষণা) ক্ষেত্রে ড. রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) ক্ষেত্রে কল্পনা আক্তার, মানবাধিকার ক্ষেত্রে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) ক্ষেত্রে রিতু পর্ণা চাকমা।

নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার ও ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে বিশেষ অবদান রাখায় এই চার নারী ব্যক্তিত্বকে বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনয়নের সুপারিশ করা হয়েছে।

সূত্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বসম্মতিক্রমে এই চারজনকে পদকের জন্য সুপারিশ করে। গত ২৭ নভেম্বর বিকেল এবং ৭ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভায় সেই সুপারিশ অনুমোদন করা হয়।

এরপর অনুমোদিত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হলে তিনি তা সম্মতি দেন। এখন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা রয়েছে।

Please share your comment:

Related