ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত টাঙ্গাইল শাড়ি
ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি। ঢাকার অদূরে টাঙ্গাইল অঞ্চলে শতাব্দী ধরে হাতে বোনা এই শাড়ি দেশের সাংস্কৃতিক পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বিবেচিত।
টাঙ্গাইলের বিভিন্ন তাঁতপাড়ায় দিনভর তাঁতের ছন্দে মুখর থাকে চারপাশ। দক্ষ কারিগররা সিল্ক ও কটনের রঙিন সুতা দিয়ে হাতে বুনে তৈরি করেন এই শাড়ি, যা জেলার নামেই পরিচিতি পেয়েছে। উৎসব, বিয়ে ও বিশেষ আয়োজনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে টাঙ্গাইল শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে।
প্রতিটি শাড়ির নকশা ও জটিল মোটিফে ফুটে ওঠে স্থানীয় সংস্কৃতি ও নান্দনিকতার প্রতিফলন। সাধারণত পুরুষ কারিগররা সুতা রঙ করা, বোনা ও নকশার কাজ করেন, আর নারীরা তাঁতের চাকা ঘুরিয়ে সুতা তৈরিতে সহযোগিতা করে থাকেন।
টাঙ্গাইল শাড়ি শুধু একটি ঐতিহ্যবাহী পোশাক নয়, বরং জেলার শত শত তাঁতি পরিবারের প্রধান জীবিকার মাধ্যম। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি ও সস্তা মেশিনে তৈরি শাড়ির প্রতিযোগিতায় নতুন প্রজন্মের অনেকে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
তাঁতিদের প্রত্যাশা, ইউনেসকোর এই মনোনয়ন আন্তর্জাতিক পর্যায়ে টাঙ্গাইল শাড়ির মর্যাদা বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please share your comment: