যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

National Desk Published: 05 ডিসেম্বর 2025 17:12 পিএম

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খালেদা জিয়া এখন সারা দেশের নেতা হয়ে উঠেছেন। তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তাঁর রোগমুক্তি কামনা করি। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ‘ফালতু কথা’। যারা মাইনাস ফোরের কথা বলছেন, তারা স্বৈরাচারের দোসর। দেশে কোনো মাইনাস ফোরের প্রশ্নই আসে না।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযজ্ঞ চালিয়ে মাইনাস হয়েছেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালসহ যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। যাদের হাতে রক্ত লেগে আছে, তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এটা শহীদদের কাছে আমাদের দায়। আমরা না পারলে পরবর্তী সরকার করবে।’

শফিকুল আলম আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবেই। নির্বাচন প্রতিহত করার মতো কোনো শক্তি নেই। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতীয় পার্টিকে স্বৈরাচারের ভয়ংকর দোসর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তাদের সহায়তায় আওয়ামী লীগ সব অপকর্ম করেছে। যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সব দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি; নির্বাচন করা তাদের ইচ্ছা।’

টুর্নামেন্টে জেলার ৯টি কলেজের দল অংশ নিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাতসহ স্থানীয় কর্মকর্তারা।

Please share your comment:

Related