খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার কিছু পর তিনি সেখানে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টা অবস্থান করে চিকিৎসার সার্বিক বিষয়গুলো খোঁজ নেন।
হাসপাতালে উপস্থিত চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন। তাঁরা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলি সকালেই ঢাকায় পৌঁছেছেন।
চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় মেডিকেল বোর্ড নতুন দিকনির্দেশনা পাওয়ার আশা করছে। ইতোমধ্যে তাদের সঙ্গে সব মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার ফলাফল শেয়ার করা হয়েছে।
হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, শর্মিলা রহমান এবং শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে গ্রহণ করেন।
ড. ইউনূস জানান, সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি দেশবাসীর প্রতি তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার অনুরোধ জানান এবং খালেদা জিয়ার পরিবার–স্বজন ও দলীয় নেতাদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদ্রোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। ১১ দিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখনও ‘গুরুতর’ বলে জানাচ্ছে মেডিকেল বোর্ড।
এদিকে, খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম থমকে গেছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

Please share your comment: