পান্নার পরিবর্তে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন মো. আমির হোসেন

National Desk Published: 03 ডিসেম্বর 2025 20:12 পিএম

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন মো. আমির হোসেন। জেড আই খান পান্না নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগের আদেশ দেয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ শুনানিতে নতুন নিয়োগ ঘোষণা করেন। এর আগে গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে পরে তিনি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালন করতে অনীহা জানান।

আজ ট্রাইব্যুনালে হাজির হয়ে পান্না শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যাখ্যা করেন। এরপর ট্রাইব্যুনাল মো. আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগের নির্দেশ দেয়।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর ও আইনজীবীরা।

গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এই দুই মামলায় শেখ হাসিনা, তাঁর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই–এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Please share your comment:

Related