আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে—এ প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।”
বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের নিরাপত্তা, শান্তি বজায় রাখা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন
“সশস্ত্র বাহিনীর দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক দায়িত্ববোধ জাতির আস্থা অর্জন করেছে।”
কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন— “বছরজুড়ে নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, তা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নেতৃত্ব তৈরিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যেই একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

Please share your comment: