ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে জাতীয় নির্বাচন ও গণভোট: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার তিনি ভোটের সম্ভাব্য তারিখের ইঙ্গিত দিয়েছেন।
ইসি আনোয়ারুল ইসলামের মতে, ভোটের সম্ভাব্য সময়কাল ৮ থেকে ১২ ফেব্রুয়ারি। তবে নির্দিষ্ট তারিখ ৮ ফেব্রুয়ারি থেকে এক–দুই দিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক–দু’দিন আগে হলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ মধ্য ফেব্রুয়ারির কোনো সময় নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
তফসিল ঘোষণা ও ভোটের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করার জন্য আগামী ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। এর ভিত্তিতে ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে।
এছাড়া একদিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ভোটগ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা চলছে। গোপন কক্ষের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে এবং ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ৭টায় শুরুর সম্ভাবনা। পাশাপাশি বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

Please share your comment: