খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, নিরাপত্তায় এসএসএফ নিয়োগ

National Desk Published: 01 ডিসেম্বর 2025 21:12 পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আইন মন্ত্রণালয়ের এসআরও নং ৪৫৭-আইন/২০২৫ অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

গত কয়েক দিন ধরে বয়সজনিত জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর অসুস্থতার খবর পেয়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করছেন। এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন সেখানে পুলিশ মোতায়েন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন তাঁর নিরাপত্তা দায়িত্ব নেবে এসএসএফ।

Please share your comment:

Related