জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ হবে না—হাইকোর্টের রুল

National Desk Published: 01 ডিসেম্বর 2025 20:12 পিএম

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে ভোট করার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন জোটবদ্ধ নির্বাচনে নিজ দলের প্রতীক ব্যবহার বাধ্যতামূলক করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

রিটে তিনি বিধানটি স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল রাখার আবেদন জানান।

এ মামলায় আইন মন্ত্রণালয়ের সচিব এবং নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী মোমিনুল আমিন বলেন, আরপিওতে আনা সংশোধনী অসাংবিধানিক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তার অভিযোগ, এই সংশোধনী মূলত জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে।

Please share your comment:

Related