সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি

National Desk Published: 30 নভেম্বর 2025 21:11 পিএম

ফাইল ছবি

বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করেছে সরকার। রোববার রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ—বিচার বিভাগ—স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো পাওয়ার আনুষ্ঠানিক পথ খুলল।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ২২, ১০৯ ও ১১৬ অনুচ্ছেদ বাস্তবায়ন এবং অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা–সম্পর্কিত বিষয়াদি সুপ্রিম কোর্টের মাধ্যমে যথাযথভাবে পালনের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা অত্যাবশ্যক। এছাড়া ১৯৯৯ সালের সিভিল আপিলের রায় বাস্তবায়নের অংশ হিসেবেও বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করা হয়েছে।

সংসদ ভেঙে থাকা অবস্থায় জরুরি প্রয়োজনে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে প্রদত্ত ক্ষমতার ভিত্তিতে এই অধ্যাদেশ জারি করা হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন জানান, অধ্যাদেশ জারির ফলে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শিগগিরই অর্গানোগ্রাম ও প্রশাসনিক কাঠামো তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে। অধিকাংশ ধারা তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও কিছু ধারা বাস্তবায়নে পৃথক গেজেট নোটিফিকেশন প্রয়োজন হবে।

রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম অধ্যাদেশ জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগে গত ২৭ অক্টোবর সচিবালয় গঠনের খসড়া অধ্যাদেশ সরকারে পাঠানো হয়েছিল। ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ এর চূড়ান্ত অনুমোদন দেয়।

অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি আনুষ্ঠানিকভাবে বাস্তবে রূপ নিল।

Please share your comment:

Related