বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের দলগত সম্পৃক্ততার অভিযোগ, মূল সমন্বয়কারী তাপস

National Desk Published: 30 নভেম্বর 2025 20:11 পিএম

ছবি : সংগৃহীত

বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রবিবার তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। কমিশন দাবি করেছে, হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ এবং এর “মূল সমন্বয়কারী” ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস—যা কমিশনের প্রতিবেদনের উদ্ধৃতি হিসেবে প্রেস উইং গণমাধ্যমকে জানিয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও সদস্যরা। তিনি জানান, ১৬ বছর আগের ঘটনার বহু আলামত নষ্ট হয়ে গেলেও সাক্ষ্যগ্রহণ, নথি সংগ্রহ ও পূর্বতদন্ত পর্যালোচনার মাধ্যমে বিস্তৃত অনুসন্ধান চালানো হয়েছে।

কমিশন বলেছে, ঘটনার সঙ্গে বিদেশি শক্তির সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দলের সংশ্লিষ্টতার “শক্ত প্রমাণ” তারা পেয়েছে। সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, হত্যাকাণ্ড “পরিকল্পিত” ছিল এবং এতে তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ঘটনাটি ঘটতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রিন সিগন্যাল” ছিল—যা কমিশনের দাবি হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয়।

তদন্তে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। কমিশন জানায়, সংবাদমাধ্যমের কিছু অংশের আচরণ ছিল “অপেশাদার”, এবং পিলখানায় শেখ হাসিনার সঙ্গে বৈঠকে উপস্থিত বিডিআর সদস্যদের সঠিক তথ্য সংরক্ষণ করা হয়নি।

ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন বেশ কিছু সুপারিশও করেছে।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, জাতি দীর্ঘদিন এই ঘটনার সত্য জানতে অধীর ছিল। কমিশনের কাজ ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

Please share your comment:

Related