আমিরাতে আটক ২৪ বাংলাদেশি শিগগিরই মুক্তি পাচ্ছেন : আসিফ নজরুল

National Desk Published: 28 নভেম্বর 2025 22:11 পিএম

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের সময় আটক হওয়া বাংলাদেশিদের মুক্তিতে আরও বড় সাফল্যের খবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুকে তিনি জানান—কারাগারে থাকা অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিও খুব শিগগিরই মুক্তি পাচ্ছেন। এর আগে আটক ১৮৮ জন দেশে ফিরেছেন, যাদের মুক্তির পেছনে প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আসিফ নজরুল জানান, গত বছরের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের পরই প্রথম দফায় আটক বাংলাদেশিদের মুক্তি দেয় আমিরাত সরকার। জুলাইয়ের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথমে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছিল দেশটির আদালত—যার মধ্যে তিনজনকে যাবজ্জীবন এবং ৫৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে উচ্চপর্যায়ের আলোচনা ও কূটনৈতিক উদ্যোগে তাদের সাজা মওকুফ হতে শুরু করে।

দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ইতোমধ্যেই কাজ করছে। ১৮৬ জন কর্মীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অবশিষ্ট ২৪ জনের ফেরত আসার পর পুনর্বাসন কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please share your comment:

Related