খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

National Desk Published: 28 নভেম্বর 2025 19:11 পিএম

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রেস বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি উল্লেখ করেন—খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোথাও কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ প্রস্তুত আছে।

গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসা–সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশও দেন।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর অবস্থা অত্যন্ত সংকটময় বলে দিনের প্রথমভাগে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন পর দেশে ফেরেন তিনি। এরপর থেকে শারীরিক জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে।

Please share your comment:

Related