দেশজুড়ে ভবন অনুমোদনে পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

National Desk Published: 27 নভেম্বর 2025 20:11 পিএম

ফাইল ছবি

দেশের সব ধরনের ভবন ও নির্মাণকাজের অনুমোদন নিশ্চিত করতে একটি পৃথক কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বর্তমানে রাজউক শুধুমাত্র নিজেদের আওতাভুক্ত এলাকায় অনুমোদন দিতে পারে। কিন্তু সারাদেশে বহুতল ভবন নির্মাণ বাড়তে থাকায় প্রধান উপদেষ্টা নিরাপদ নির্মাণবিধি, ভূমিকম্প সহনশীলতা ও অগ্নিঝুঁকি বিবেচনায়統একটি জাতীয় অনুমোদন কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন।

গ্রামাঞ্চলসহ বিভিন্ন এলাকায় চার–পাঁচ তলা ভবন নির্মাণ হলেও জাতীয় ভবন নির্মাণ কোড মানা হচ্ছে কিনা—এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে রাজউক অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায়, যেখানে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ, জলাশয় ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

প্রেস সচিব জানান, জমির মালিকদের ৬০ শতাংশের সম্মতিতে পুনর্বিকাশ প্রকল্প গ্রহণ করা যাবে। পাশাপাশি নতুন অধ্যাদেশে অনুমোদিত নকশাবহির্ভূত নির্মাণ, নিচু জমি ভরাট, প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত করা, জলাশয় খনন ও খেলার মাঠের শ্রেণী পরিবর্তনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও ব্যত্যয়ী স্থাপনা অপসারণের বিধানও যোগ করা হয়েছে।

এ ছাড়া রাজউকের চেয়ারম্যান, সদস্য ও কর্মচারীদের রাজউকের সঙ্গে সম্পৃক্ত কোনো চুক্তি বা শেয়ারে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।

Please share your comment:

Related