দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে: প্রেস সচিব

National Desk Published: 27 নভেম্বর 2025 17:11 পিএম

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশে দুদকের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিতভাবে সম্পদের হিসাব দিতে হবে—এমন বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, দুদক অধ্যাদেশ ছাড়াও আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে—
জাতীয় মানবাধিকার অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ, রাজউক আইন ২০২৫।

তিনি বলেন, ভবন নির্মাণে সারা দেশে শৃঙ্খলা আনার লক্ষ্যে রাজউকের মতো জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান করা যায় কি না—সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।

রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, ২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক পর্যায়ের মনোযোগ আরও বেশি থাকত। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমাধানে যে উদ্যোগ নিয়েছে—পরবর্তী সরকারগুলো তার সুফল পাবে বলেও তিনি মন্তব্য করেন।

Please share your comment:

Related