ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন: ইসি সচিব
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য দেন।
ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ–এই তিন ভাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেয়া হবে। প্রথম দিন থেকেই আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
তিনি বলেন, আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছে, এবং অনিয়ম ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আখতার আহমেদ জানান, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পাশাপাশি অপতথ্য প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং উদ্ধার না হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার ও সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল বা প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ করা যাবে না—এ নির্দেশনা সব বাহিনীকে পুনর্ব্যক্ত করা হয়েছে।
ইসি সচিব জানান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়।

Please share your comment: