অতন্দ্রানু রিপার প্রচারিত ভিডিও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রধান উপদেষ্টার প্রেস উইং

News Desk Published: 26 নভেম্বর 2025 21:11 পিএম

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী যে ভিডিও বক্তব্য ছড়াচ্ছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার প্রকাশিত ‘মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি’ শিরোনামের বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, অতন্দ্রানু রিপা নামের ওই নারী মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলী রীয়াজকে নিয়ে অসত্য তথ্য প্রচারের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। অধ্যাপক আলী রীয়াজ স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ওই নারীকে চেনেন না এবং তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক নিয়ে উত্থাপিত সব দাবি সর্বৈব মিথ্যা। তিনি মনে করেন, এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

অধ্যাপক রীয়াজ এ ধরনের বিভ্রান্তিকর প্রচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় মানহানিকর ও চরিত্র হননের উদ্দেশ্যে ছড়ানো এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

গত বছরের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন আলী রীয়াজ। পরবর্তী সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। দীর্ঘ আলোচনার পর কমিশন জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে এবং তার ভিত্তিতে সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে।

Please share your comment:

Related