শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দিলো ঢাকা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতে থেকে ফেরত চেয়ে নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) দিল্লির বাংলাদেশ মিশনের মাধ্যমে এ চিঠি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তৌহিদ হোসেন জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে পুনরায় আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দুইজনকে মৃত্যুদণ্ড দেয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপরই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরাতে অন্তর্বর্তী সরকার প্রথম চিঠি পাঠায়, যার কোনো জবাব দিল্লি দেয়নি।
সম্প্রতি ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর গত শুক্রবার দ্বিতীয়বারের মতো নতুন প্রত্যর্পণ চিঠি দিল্লিতে পাঠিয়েছে ঢাকা সরকার।

Please share your comment: