হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এ রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা আপিল করতে পারবেন—এমনটাই জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজন করা বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সব তথ্য–প্রমাণের ভিত্তিতে আসামিদের বিচার হয়েছে। আসামিপক্ষ সব সময়ই বলতে চাইবে যে বিচার সঠিক হয়নি। তাদের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ওই মন্তব্য করা হয়েছে। রায় কার্যকরের ক্ষেত্রে সরকারের যে আইনগত প্রক্রিয়া আছে, তা অনুযায়ীই অগ্রসর হবে সরকার। রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের মতামত প্রয়োজন হলে তখন জানানো হবে।
রায় কার্যকরে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ এসেছে, তা দেখে বিশ্বের যে কোনো আদালতই বলবে তারা দোষী।
“শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়,” মন্তব্য করে তিনি বলেন, “আমি দেখছি—মাত্র ২০ দিনে ১,৪০০-র বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।”

Please share your comment: