হাসপাতালে বাড়ছে চাপ, ভূমিকম্পে আহত ২০৮

National Desk Published: 21 নভেম্বর 2025 16:11 পিএম

ফাইল ছবি

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ কেঁপে উঠেছে পুরো দেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালের এ ঘটনায় শেষ খবর অনুযায়ী ৬ জনের মৃত্যু হয়েছে। দুপুর ২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ২০৮ জন চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, ‘সব হাসপাতালে জরুরি বার্তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হতাহতের সংখ্যা বাড়ছে। টেলিফোনে পাওয়া তথ্যে দেখা গেছে—ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে প্রাণ হারানো ৩ জনের মরদেহ রয়েছে। তাদের একজন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। হাসপাতালে আরও ১০ জন আহত চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৮ জন আহত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও রোগী আসতে পারে।

ঢাকার বাইরে হাসপাতালে চাপ

গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগীর চাপ। এ পর্যন্ত ৭২ জন আহত—যার মধ্যে ৪৯ জন ভর্তি এবং ২৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৩ জন। ৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫ জন আহত। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর, তাদের ঢামেকে পাঠানো হয়েছে।

বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়া, সিঁড়িতে দৌড়াদৌড়ি এবং ভিড়ের কারণে অনেকে আহত হয়েছেন।

Please share your comment:

Related