পোস্টাল ভোটিং অ্যাপে প্রথম দিনে সাড়ে ৩ হাজার প্রবাসীর নিবন্ধন
জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের জন্য প্রবাসীরা ইতিমধ্যে প্রায় ৩,৫০০ ভোটার নিবন্ধন করেছেন। ভোট নিবন্ধন কার্যক্রম বুধবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে এবং চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, দক্ষিণ কোরিয়ায় ১,৭৪৫, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিশরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিকে ১৫, মরিশায় ১৪, নাইজেরিয়া ও লাইবেরিয়ায় ১১ জন করে, বোতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোয় ৬, তানজানিয়ায় ৫, কেনিয়ায় ৪ এবং মরক্কো থেকে ৪ ভোটার নিবন্ধন করেছেন।
এবার পোস্টাল ব্যালটে শুধু প্রবাসীরাই নয়, কয়েদি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন। সরকারি সূত্রে জানা গেছে, প্রবাসীরা বিদেশে অবস্থান করে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে, এবং ভোটারদের নিবন্ধন অব্যাহত রয়েছে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

Please share your comment: